• রাজস্থানে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জীবন্ত দগ্ধ হয়ে চার আরোহীর মৃত্যু
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • জয়সলমেরের পরে বারমের। যোধপুরগামী চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মঙ্গলবারই মৃত্যু হয় ২১ যাত্রীর। তার রেশ কাটতে না কাটতেই ফের রাজস্থানের বারমেরে এক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন এক গাড়ির চার আরোহী।

    পুলিশ জানায়, বুধবার রাত দেড়টা নাগাদ বারমের জেলার বালোত্রার সাদা গ্রামের কাছে হাইওয়েতে স্করপিও গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষ হয়। এত জোরে ধাক্কা লাগে যে স্করপিও গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তার দরজাও খোলা যায়নি। গাড়িতেই পুড়ে মারা যান চার আরোহী। গাড়ির চালক কোনও ভাবে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, গুন্ডামালানি এলাকার ডাবর গ্রাম থেকে পাঁচ বন্ধু স্করপিওতে চেপে সিন্ধারি গিয়েছিলেন ধাবায় খাওয়াদাওয়া করতে। ফেরার সময় বালোত্রা-সিন্ধারি মেগা হাইওয়েতে স্করপিওর সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। যেখানে দুর্ঘটনা ঘটে, সেই জায়গা ডাবর গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে।

    বালোত্রা জেলা পুলিশের ডিএসপি নীরজ শর্মা জানান, মৃতদের নাম মোহন সিং (৩৫), শম্ভু সিং, পঞ্চারাম (২২) এবং প্রকাশ (২৮)। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন স্করপিও গাড়ির চালক দিলীপ সিং।

    পুলিশ জানায়, দুর্ঘটনার পরে স্করপিও গাড়়িতে আগুন লেগে গিয়েছে দেখে গ্রামবাসীরাই প্রথমে আরোহীদের উদ্ধার করার চেষ্টা করেন। তাঁরাই সিন্ধারি থানার পুলিশকে খবর দেন ৷ সিন্ধারি পুলিশ, দমকল ও প্রশাসনের কর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছন। আশেপাশের গ্রাম থেকেও লোকজন ছুটে যান। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও, কোনওভাবেই তা আয়ত্তে আনা যায়নি ৷ সংঘর্ষের তীব্রতার জেরে আগুন কয়েক মুহূর্তের মধ্যে বড় আকার নেয় ৷ নিমেষে স্করপিও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

    পুলিশ জানায়, দুর্ঘটনার পরে ব্যস্ত ওই হাইওয়েতে নিমেষের মধ্যে প্রবল যানজট হয়। সিন্ধারি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ঝলসে মৃত্যু হয় চার জনের। গ্যাস কাটার দিয়ে স্করপিও গাড়ির দরজা কেটে মৃতদের ও আহত গাড়িচালককে উদ্ধার হয়। ঘণ্টা দুয়েক পরে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবি হয়।

    পুলিশ জানায়, মৃত চার জনের দেহ সিন্ধারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু মৃতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাতে হবে।

  • Link to this news (এই সময়)