• সাতসকালে কলকাতা-সহ একাধিক জেলায় ED-র হানা, নজরে বালি পাচার মামলা?
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • বালি পাচার মামলার তদন্তে ফের তেড়েফুঁড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, ঝাড়গ্রাম, আসানসোল-সহ রাজ্যের মোট সাত জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর মধ্যে রয়েছে কলকাতার বেন্টিং স্ট্রিটও। এ ছাড়াও ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুর, আসানসোলের মুর্গাশোলের মতো জায়গাতে হানা দিয়েছে ইডি।

    কিছুদিন আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে বালি পাচার মামলায় তল্লাশি চালিয়েছিল ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ওই ব্যক্তি বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি ভিলেজ পুলিশের চাকরি করতেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। এর পরেই তাঁর শ্রীবৃদ্ধি হয়।

    সেই তল্লাশির এক মাসের মধ্যেই ফের ইডি-র এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, কিছুদিন আগেই পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর হয়েছিল ইডি। অভিযান চালানো হয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস থেকে শুরু করে একাধিক জায়গায়।

    (রিপোর্টিং: অর্পিতা হাজরা, শুভ্রজিৎ চক্রবর্তী)

  • Link to this news (এই সময়)