নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি পাচার ও খাদানের টেন্ডার দুর্নীতি নিয়ে ফের অ্যাকশন মুডে ইডি। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, লালগড় এলাকায় বালি খাদানে পৌঁছেছে ইডি। আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে এক বালি ব্যবসায়ীর বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির অভিযান চলছে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪০ জনের একটি টিম পৌঁছেছে ওই বালি ব্যবসায়ীর বাড়িতে।তারা প্রথমে সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং তারপর তদন্ত শুরু করে। ডালহৌসিতেও এক বালি ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছে ইডি। সূত্রের খবর, ওই অফিসটি আসানসোলের বালি ব্যবসায়ীরই। এছাড়াও আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এর আগে গত ৯ সেপ্টেম্বর বালি পাচার ও খাদানের টেন্ডার দুর্নীতির মামলার তদন্তের সূত্রেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হয়েছিল বহু নথি। সেই সূত্র ধরেই ফের এদিন তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।