বুধবার কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল রাজ্যনেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় কর্মীদের সমবেতভাবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের জন্য লড়াই করার বার্তা দিয়েছেন।
রাজীব তার বক্তৃতায় তৃণমূলের দলীয় কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আগামী দিনে আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, সবাইকে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। কোনো মান-অভিমান থাকা চলবে না। কোথাও নতুন-পুরোনো দ্বন্দ্ব রাখলে চলবে নয়া। সবাইকে ডাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে কোনো নেতৃত্বের উপর আপনার অভিযোগ থাকতে পারে, আপনার অভিমান থাকতে পারে। কিন্তু সামনের ছাব্বিশে বিধানসভার নির্বাচন আমাদের কাছে প্রেস্টিজের, সম্মানের লড়াই, সেই লড়াইতে দয়া করে অভিমান করে বসে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দয়া করে অভিমান করবেন না। সবাই মিলে এক হয়ে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে।’