• উত্তরবঙ্গের পাশে টলিপাড়া, ৩৩ লক্ষ টাকা অনুদান রাজ্য ত্রাণ তহবিলে
    দৈনিক স্টেটসম্যান | ১৬ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন অগণিত মানুষ। স্তব্ধ হয়েছে তাঁদের স্বাভাবিক জীবন-জীবিকা। এমতবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল টলিউড। ফেডারেশনের পক্ষ থেকে টলিউডের সকল কলাকুশলী, সিরিয়াল প্রযোজক, ইমপা, জি বাংলা, সান বাংলা-সহ বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সকলে একত্রিত হয়ে নিজ অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী উত্তরবঙ্গের জন্য অর্থসাহায্য করলেন। বুধবার সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তথ্য তুলে ধরে তিনি বলেন, সর্বমোট ৩৩ লক্ষ ১১ হাজার টাকা ‘রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে’ দান করবে টলিপাড়া।

    স্বরূপের ভাষায়, ‘যেকোনো মানবিক উদ্যোগ গ্রহণে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে ফেডারেশন। এক্ষেত্রেও ব্যতিক্রমী নয়। আমাদের একতা, সহমর্মিতা এবং সম্প্রীতি টলিউডের প্রকৃত শক্তি।’ কোন সংস্থা কত অর্থসাহায্য করেছে, সেই বিষয়টিও তুলে ধরেছেন স্বরূপ।

    ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র তরফ থেকে আড়াই লক্ষ টাকা দান করা হয়েছে। এর সভাপতি স্বরূপ বিশ্বাস ব্যক্তিগত ভাবে পনেরো হাজার টাকা অনুদান দিয়েছেন। সবচেয়ে বেশি অঙ্কের অনুদান দিয়েছে ‘ক্যামিলিয়া গ্ৰুপ’। ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এর সভাপতি এন আর দত্ত। ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি পিয়া সেনগুপ্তর অনুদানের অংক ৫ লক্ষ ১১ হাজার টাকা। অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী, ‘ম্যাজিক মোমেন্টস’র সভাপতি শৈবাল ব্যানার্জী, ‘সুরিন্দর ফিল্মস’র সভাপতি নিশপাল সিং, ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’র সভাপতি রাজ চক্রবর্তী এবং ‘টেন সিনেমা’র সভাপতি সুশান্ত দাস-সহ আরও একাধিক সংস্থার সভাপতিগণ ১ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন।

    পাশাপাশি ‘চিত্রায়ন’র সভাপতি সায়ন্তন সোম, ‘টিমওয়ার্ক’র সভাপতি প্রীতম চৌধুরী, ‘বেঙ্গলি টকিস’র সভাপতি নীতিশ শর্মা-সহ অন্যান্য সংস্থার সভাপতিগণ ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। ‘বায়োসিন প্রোডাকশন হাউস’র সভাপতি সৌমজিৎ গাঙ্গুলীর অনুদানের অংক ৩৫ হাজার টাকা। পাশাপাশি অগ্রণী ভূমিকা নিয়েছে জি বাংলা, সান বাংলা, গ্রে স্কেল, ফর্থ ডাইমেনশন, এডভেঞ্চার ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্লুস-সহ অসংখ্য টলিপাড়ার সংস্থা। স্বরূপের কথায়, ‘সাধ্য মত ফেডারেশনের প্রত্যেকে ৫০০, ১০০০, ২০০০ টাকা করে অনুদান দিয়েছি। এই অনুদান রাজ্যের ত্রাণ তহবিলে পাঠানো হবে।’ এদিন স্বরূপের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযোজক ইন্দ্রজিৎ রায়-সহ প্রত্যেক সংস্থার সভাপতিরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)