রুশ তেল কিনবে না ভারত, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের, রাহুল বললেন, ‘ট্রাম্পকে ভয় পান মোদি’
প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় বসে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছেন, ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে। অথচ বেশ কয়েক ঘণ্টা পরও ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি খণ্ডণ করল না নয়াদিল্লি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর দিকে কটাক্ষ ছুটে আসা শুরু করল বিরোধী শিবিরকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলে গেলেন, মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান। প্রধানমন্ত্রীর সেই ভীতির জন্য বহু ক্ষেত্রেই আপস করতে হচ্ছে নয়াদিল্লিকে।
রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এই আশ্বাস দিয়েছেন তাঁকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।” সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যাসত্য নিয়ে সংশয় কাটছে না। এরই মধ্যে রাহুলের কটাক্ষের বাণ।
সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায়বরেলির সাংসদ। বিরোধী দলনেতার যুক্তি, ‘এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদি।’
অবশ্য এই প্রথম নয়, রাহুল গান্ধী এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে ‘দুর্বল’ বলে তোপ দেগেছেন রাহুল। বারবার অভিযোগ করেছেন, মোদি জমানায় ভারতীয় বিদেশনীতি চূড়ান্ত ব্যর্থ। বিহার ভোটের আগে রুশ তেল নিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আরও একবার মোদিকে দুর্বল হিসাবেই প্রমাণ করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা।