হরিয়ানার পুলিশ অফিসার সন্দীপ কুমারের আত্মহত্যার ঘটনায় অভিযোগ দায়ের আত্মঘাতী আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারে স্ত্রী পি অভনীত কৌরের বিরুদ্ধে। জানা গিয়েছে, হরিয়ানার রোহতক সদর পুলিশ স্টেশনে সন্দীপ কুমারের আত্মঘাতী হওয়ার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। আর সেই এফআইআর-এ নাম রয়েছে চার জনের। এই চার জনের মধ্যে রয়েছেন প্রয়াত আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের গানম্যান সুশীল, তাঁর স্ত্রী পি অভনীত কৌর এবং আপ বিধায়ক অমিত রত্ন এবং আরও এক ব্যক্তি। তদন্তকারীরা এই বিষয়ে বাড়তি কোনও তথ্য জানাতে রাজি হননি। তাঁদের দাবি, এই ঘটনার তদন্ত এখনও চলছে। ফলে কোনও তথ্য দেওয়া হলে তা তদন্ত প্রভাবিত করতে পারে। অভনীতের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তাও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০০১ ব্যাচের IPS অফিসার ওয়াই পূরণ কুমারের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তিনি নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন। চণ্ডীগড়ের সেক্টর ১১-য় নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছিল। তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোটও। সেখানে তিন IAS-সহ মোট ১৫ জন আধিকারিকের বিরুদ্ধে মানসিক নির্যাতন-সহ জাতপাত নিয়ে অপমানজনক কথা বলার অভিযোগ তুলেছিলেন তিনি। এর পরেই স্বামীর মৃত্যুর নেপথ্যে থাকা দোষীদের শাস্তির দাবিতে সরব হন পূরণ কুমারের স্ত্রী তথা আইএএস অফিসার অভনীত।
ওয়াই পূরণ কুমারের মৃত্যু নিয়ে তোলপাড়ের মধ্যেই গত মঙ্গলবার এই মৃত আইপিএস-কে দায়ী করে আত্মঘাতী হন হরিয়ানার অন্য এক পুলিশ অফিসার সন্দীপ কুমার লাটহের। তাঁর অভিযোগ ছিল, পূরণ কুমার দুর্নীতিগ্রস্ত অফিসার ছিলেন। পর পর দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনা হরিয়ানার রাজনৈতিক মহলেও বিস্তর আলোড়ন ফেলেছে।