• কালীঘাট প্লাবিত হবে না আর, টালিনালায় ব্যারাজ পুরসভার
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • কালীঘাট, ভবানীপুর, চেতলা অঞ্চল বানের জলে আর প্লাবিত হবে না। হুগলি নদী ও টলিনালার সংযোগ স্থলে দইঘাটে একটি ব্যারাজ (বড় লকগেট) বানাচ্ছে কলকাতা পুরসভা। তার ফলে এই তিন এলাকার বাসিন্দারা দীর্ঘ দিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আদিগঙ্গা বা টলিনালায় বান এলে এই এলাকার রাস্তা প্লাবিত হয়ে বাড়িতেও জল ঢুকে যেতো। বুধবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘দইঘাটে আমরা একটি ব্যারাজ বানাচ্ছি। এর ফলে ওই সব এলাকা আর বানের জলে প্লাবিত হবে না।’

    মেয়র জানান, নতুন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৪ কোটি টাকা। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় দু’বছর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই ব্যারাজ নির্মাণের কাজ শেষ হলে সব থেকে বেশি উপকৃত হবেন ৭৩, ৮৩ এবং ৮৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ঘটনাচক্রে ৭৩ নম্বর ওয়ার্ডেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। পুরসভায় সূত্রে জানা গিয়েছে, বানের জলে একাধিক বার প্লাবিত হয়েছে তাঁর বাড়িও। ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রবীর মুখোপাধ্যায় মাঝে মধ্যেই এই এলাকার বানের জলের সমস্যার সমাধান চেয়ে পুরসভার অধিবেশনে সরব হতেন। এ বার সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে।

  • Link to this news (এই সময়)