• শহরের আকাশে ফানুস ওড়ানো কি নিষিদ্ধ? কী বলছে পুলিশ?
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • ফানুসে অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। তাই দমকলের আইনে কালীপুজো–দীপাবলিতে ফানুস ওড়ানো নিষিদ্ধ বলে বুধবার ধনধান্য অডিটোরিয়ামের সমন্বয় বৈঠকে জানালেন পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মা। কোথাও যাতে ফানুস বিক্রি বা ওড়ানো না–হয়, সে ব্যাপারে বিশেষ নজরদারি চালাতে হবে থানাগুলিকে। শিশু ও মহিলাদের সুরক্ষায় সব থানাকে বাড়তি সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। লাউডস্পিকার বাজানোর সময়সীমা, শব্দবাজি নিয়ন্ত্রণ থেকে বিসর্জনের নিয়মকানুনও জানানো হয় উদ্যোক্তাদের। বোঝানো হয়েছে পরিবেশবান্ধব সবুজ বাজির গুরুত্ব।

    পুজো কমিটিগুলিকে এই বাজি প্রস্তুতকারক সংস্থার তালিকা দেওয়া হবে। বহুতলগুলির জন্য তৈরি পৃথক সুরক্ষা নির্দেশিকাও শিগগির প্রকাশিত হবে। নিষিদ্ধ শব্দবাজি যাতে না ফাটে, তা নিশ্চিত করতে উদ্যোক্তাদেরও অনুরোধ জানান সিপি। মণ্ডপের কাছে বাজি ফাটানো যাবে না। যে কোনও সমস্যায় স্থানীয় থানায় যোগাযোগ করতে পারবে পুজো কমিটি। লালবাজারের খবর, এ পর্যন্ত ২,৮০০–‌র বেশি পুজোর আর্জি জমা পড়েছে। ২৩ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভা, সিইএসসি, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারাও।

  • Link to this news (এই সময়)