• গাড়ি, ঘোড়া, হাতি নয়, জেসিবি মেশিনে চড়ে বিয়ের আসরে পৌঁছলেন পাত্র! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
    আজকাল | ১৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পাত্র আর পাত্রী শুধু নয়, বিয়ে মানেই দুই পরিবারের সদস্যরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠান ঘিরে নানা পরিকল্পনা, প্রস্তুতিও চলে জোরকদমে। ইদানিং বিয়ের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চলে কয়েক বছর ধরে। মণ্ডপের সাজসজ্জা, খাবারের মেনু, পোশাক, গয়না সবকিছুতেই দেদার আয়োজনের পরিকল্পনাও করেন কয়েক বছর আগে থেকেই। 

    সম্প্রতি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পাত্র ও পাত্রীর চমকপ্রদ এন্ট্রিও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে। কখনও রোমান্টিক, কখনও গ্র্যান্ড এন্ট্রি, আবার কখনও মজার ভিডিও দেখা গেছে। রাজাদের মতো অতীতে বরযাত্রীদের সঙ্গে ঘোড়া, হাতির পিঠে চড়ে আস্তে দেখা যেত পাত্রদের। তবে সেই ধারায় কিছু পরিবর্তন এসেছে। 

    পাত্রীদের পালকি, দামী গাড়ি, কখনও রোমান্টিক গানের সুরে নাচতে নাচতে বিয়ের আসরে ঢুকতে দেখা গেছে। সম্প্রতি এক পাত্রের ভিডিও দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গেছে। ঘোড়া, হাতির পিঠে চড়ে নয়, বিলাসবহুল গাড়িতেও নয়, জেসিবি মেশিনে চড়ে বিয়ের আসরে পৌঁছেছেন এক পাত্র। জেসিবি মেশিনটিও সাজানো হয়েছে ফুল দিয়ে। পাত্রের এই কীর্তি দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন। 

    ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেসিবি মেশিনের যে অংশটি দিয়ে ময়লা তোলা হয়, সেখানেই দাঁড়িয়েছিলেন ওই পাত্র। পরনে বিয়ের জমকালো পোশাক। মাথায় পাগড়ি। জেসিবি মেশিনে পাত্রের এন্ট্রি দেখে চক্ষু চড়কগাছ নিমন্ত্রিতদের। একনজরে দেখে মনে হতে পারে, এমন চমকের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। জেসিবি মেশিনে দাঁড়িয়ে পাত্র সোজা ঢুকে পড়েন বিয়ের আসরে। 

    ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অধিকাংশই দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন। একজন লিখেছেন, 'মেয়েরা যতটা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন, ছেলেরা ততটাই সহজ, সাধারণ থাকতে পছন্দ করেন।' 

    এক যুবক মজা করে লিখেছেন, 'পাত্র হয়তো সিভিল ইঞ্জিনিয়ার।' আরেকজন লিখেছেন, 'একেই বলে গ্র্যান্ড এন্ট্রি।' আরেকজন লিখেছেন, 'পাত্র রকস, পাত্রী শকড!' মজার ভিডিও ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। হাজার হাজার মানুষ লাইক করেছেন ভিডিওটি। 

    তবে প্রথম নয়। বিয়ের আসরে আরও এক পাত্রের এন্ট্রি নিয়ে জোর চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক মাস আগে নিজের বিয়েতে এক পাত্র বুলডোজারে চেপে পৌঁছন। ঘটনাটি ঘটেছিল গুজরাটের নভসারি এলাকায়। বুলডোজারটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিছনে ছিলেন বরযাত্রীরা। ব্যান্ড পার্টি সহযোগে বুলডোজারে করে পাত্রের এন্ট্রি দেখে কনের আত্মীয়রাও চমকে যান। 
  • Link to this news (আজকাল)