• কালীপুজোতেও ভাসবে বাংলা! টানা দুর্যোগের আশঙ্কা? ৬ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট দিল হাওয়া অফিস ...
    আজকাল | ১৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি পিছু ছাড়ছে না। শুষ্ক আবহাওয়া দাপট শুরু হয়েছে রাজ্য জুড়ে। এর মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুধু উত্তরবঙ্গ নয়, এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা থাকতে পারে একাধিক জেলায়। হালকা শিরশিরানিও অনুভূত হতে পারে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু জেলাই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তবে তার জেরে অস্বস্তি খুব একটা হবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার পরিমাণও অনেকটাই বেশি থাকবে।

    সপ্তাহান্তে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার ও রবিবার দুই বঙ্গেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু'দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে সতর্কতা। 

    অন্যদিকে শনি ও রবিবার উত্তরের দিকের দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পং এবং নীচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তিন জেলাতেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে। 

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। হালকা শীত অনুভূত হবে ভোরে ও সন্ধ্যায়। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী সাতদিনে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত রয়েছে। 
  • Link to this news (আজকাল)