বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় চুরি করতে এসে গণপিটুনিতে মৃত্যু তিন বাংলাদেশি চোরের। রাবার বাগান থেকে উদ্ধার তাদের রক্তাক্ত মৃতদেহ। খোয়াই মহকুমার বিদ্যাবিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার এই ঘটনার খবর পেয়ে পৌঁছয় চাম্পাহাওড় থানার পুলিস। ত্রিপুরার প্রায় প্রতিটি সীমান্ত এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। অভিযোগ, রাতের আঁধারে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এপারে এসে চুরি করে। তারপর ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশে ফিরে যায়। খোয়াই মহকুমার বিদ্যাবিল সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতেও এভাবে চুরি করতে আসে তিন বাংলাদেশি চোর। গোরু চুরি করে পালানোর সময় রাবার বাগানের শ্রমিকদের চোখে ধরা পড়ে। পিছু ধাওয়া করলে তারা জঙ্গলে লুকিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এরপর তিন বাংলাদেশি চোরকে ধরে গণপিটুনি দেওয়া হয়। মৃত্যু হয় তাদের।