• ডুয়ার্সের খুব কাছেই এবার পাহাড়ে প্যারাগ্লাইডিং! চালু হচ্ছে আগামী কাল, শুক্রবার, কোথায় হচ্ছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটি, খরচ কত? জানুন
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডুয়ার্সের খুব কাছেই এবার পাহাড়ে চালু হচ্ছে প্যারাগ্লাইডিং! চালু হচ্ছে আগামী কাল, শুক্রবার। জানেন, ঠিক কোথায় এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ মিলবে? তাহলে জেনে রাখুন। ডুয়ার্সের বাগরাকোট থেকে মাত্র ১৮ কিমি দূরে অনবদ্য পাহাড়ি গ্রাম চুইখিম। আগামী কাল, শুক্রবার সেখানেই শুরু হতে চলেছে প্যারাগ্লাইডিং। উদ্যোক্তা চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি। মূলত পর্যটনের প্রসারে এই উদ্যোগ। চুইখিমের কাছেই রয়েছে ইয়েলবং। রিভার ক্যানিয়ন। বছর চারেক আগে সেখানে চালু হয়েছে রিভার ক্যানিয়ন ট্রেক। এবার চুইখিমে প্যারাগ্লাইডিং চালু হয়ে যাওয়ায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ট্যুর অপারেটররা।চুইখিমে হোম স্টে চালান প্রসূন চক্রবর্তী। তিনি বলেন, লোয়ার চুইখিমের লিম্বুদাড়া থেকে শুরু হবে প্যারাগ্লাইডিং। শেষ হবে লিস নদীর ধারে চুনভাটি এলাকায়। চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হোম খাওয়াস বলেন, পাঁচটি প্যারাগ্লাইডার দিয়ে আমরা শুরু করছি। পরে চাহিদা দেখে তা বাড়ানো হবে। মাথাপিছু খরচ আড়াই হাজার টাকা। কুড়ি মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন পর্যটকরা। এরপর যদি বাড়তি সময় আকাশে ভেসে থাকতে চান তাঁরা, সেক্ষেত্রে খরচ বাড়বে। বাগরাকোট ছাড়িয়ে কিছুটা গেলেই লুপপুল। যা সেখানকার পর্যটনে বাড়তি আকর্ষণ যোগ করেছে সম্প্রতি। ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই লুপপুল দেখতে আসছেন। ৭১৭-এ জাতীয় সড়কে লুপপুল এখন পর্যটকদের কাছে অন্যতম ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে নীচে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়। দেখতে পাওয়া যায় বয়ে চলা লিস-ঘিস সহ একাধিক নদী। এবার লুপপুলের কাছেই প্যারাগ্লাইডিং পর্যটনে বাড়তি আকর্ষণ যোগ করল বলে মনে করছেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু। তিনি বলেন, এর আগে কালিম্পংয়ের ডেলো কিংবা কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে প্যারাগ্লাইডিং চালু হয়েছে। কিন্তু ডুয়ার্সের এত কাছে প্যারাগ্লাইডিং পর্যটকদের জন্য সত্যিই বাড়তি পাওনা।পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ইয়েলং ও চুইখিম যমজ পাহাড়ি গ্রাম। একটা জায়গায় পর্যটকরা এলে ঘুরে যান অন্যগ্রামটিও। ছবির মতো সুন্দর দু’টি গ্রাম পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন। অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাত ধরেই পাহাড়ি ওই গ্রাম দু’টি পর্যটনে আরও অনেকটাই এগিয়ে যাবে। 
  • Link to this news (বর্তমান)