টোটো চালকদেরও ড্রাইভিং লাইসেন্স, দিতে হবে ট্যাক্স, প্রচার চালাচ্ছে জলপাইগুড়ি জেলাপ্রশাসন
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার টোটো চালকদেরও ড্রাইভিং লাইসেন্স লাগবে। একইসঙ্গে রাস্তায় টোটো চলতে গেলে দিতে হবে ট্যাক্স। টোটোর জন্য করাতে হবে বিমা। ১৩ অক্টোবর থেকে রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের TTEN পোর্টালে টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে ওই পোর্টালে ঢুকে টোটো রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথম পর্যায়ে খরচ পড়বে ১৬৪০ টাকা। এক বছর পর ফের ওই রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে। তবে পরিবহণ দপ্তরের অনুমোদনহীন যে সমস্ত টোটো চলছে, সেগুলিকে দু’বছরের মধ্যে ই-রিক্সায় বদলে ফেলতে হবে। নতুবা তা রিনিউ হবে না। অন্যদিকে যাদের ই-রিক্সা রয়েছে তাদেরও রেজিস্ট্রেশন করাতে হবে। পরিবহণ দপ্তরের বাহন পোর্টালে ঢুকে সম্পন্ন করতে হবে ওই প্রক্রিয়া।ই-রিক্সার জন্য পাঁচ বছরে ট্যাক্স সহ খরচ হবে সাত হাজার টাকার মতো। টোটো চালকরা টোটো রেজিস্ট্রেশন করানোর পর পরিবহণ দপ্তরের সারথি পোর্টালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। বাইক বা চারচাকা গাড়ির জন্য যেমনভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, একইভাবে ই-রিক্সার জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা। গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও শুরু হয়েছে অনলাইনে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আজ, বৃহস্পতিবার জেলাশাসক শমা পারভীন বলেন, এতদিন পুরসভা বা পঞ্চায়েতের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে টোটোর রেজিস্ট্রেশন করা হতো। কিন্তু এখন রাজ্যজুড়ে কেন্দ্রীয়ভাবে টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পরিবহণ দপ্তরের অধীনে ওই রেজিস্ট্রেশন চলছে। প্রচার করছি আমরা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।