• দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অচলাবস্থা
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কর্তৃপক্ষের আশ্বাসের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাস থেকে একটি বিভাগও হাতুয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত হয়নি। ঘটনায় রোগী সহ তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তি ও নিজেদের নিরাপত্তার ইস্যুতে প্রশ্ন তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্নরা। তার জেরে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে আজ, বৃহস্পতিবার কর্মবিরতির চতুর্থ দিনে কর্তৃপক্ষ বৈঠক ডেকেছিল। বিধায়ক সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এমনকি একাধিক পদস্থ কর্তারা নির্দিষ্ট সময়ে এদিন উপস্থিত হলেও ইন্টার্নরা প্রথমে বৈঠকে যোগ দেন নি। উল্টে তাঁরা একজোট হয়ে সভাকক্ষের বাইরে বসে বিক্ষোভে শামিল হন।তাঁদের দাবি, জনাকয়েক প্রতিনিধি নয়, ৯৪ জন ইন্টার্নের উপস্থিতিতেই বৈঠক করতে হবে। ফলে ইন্টার্নদের কর্মবিরতি এবার অন্যমাত্রা পেতে চলেছে। কর্মবিরতির চতুর্থদিনে আজ, বৃহস্পতিবার সকালে বর্ধিত রোগী কল্যাণ সমিতির বৈঠক বসেছিল। সেই বৈঠকে ইন্টার্নরা অবশ্য যোগ দেননি। বৈঠক চলাকালীন তাঁরা সভা কক্ষের বাইরে বসে বিক্ষোভে শামিল হন। এই পরিস্থিতিতে বৈঠক শেষে কর্তৃপক্ষ ইন্টার্ন সহ পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন। যদিও শেষ পর্যন্ত সেই আলোচনাও ভেস্তে যায়। এরপরই অনশনের হুঁশিয়ারি দিয়ে পথে নামলেন ইন্টার্নরা। হাতুয়াড়া ক্যাম্পাসের মূল গেট আটকে দাবি আদায়ে সরব হন তাঁরা। তাঁদের পাশে রয়েছেন নার্সিং সহ ডাক্তারি পড়ুয়ারা। পরে মূল গেট থেকে সরে গিয়ে অন্যত্র আন্দোলন করছেন ইন্টার্নরা।
  • Link to this news (বর্তমান)