গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা ও মারধরের জেরে মৃত যুবক, উত্তেজনা ইছাপুরে
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা। সেখান থেকেই মারধরের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুরের কণ্ঠাধারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় গাড়ি পার্কিং করে কচুরি খেতে যাচ্ছিলেন শৌভিক রায় নামের এক ব্যক্তি। ভুল জায়গায় গাড়ি পার্কিং করায় তাকে বিষয়টি প্রথমে বুঝিয়ে বলেন দিলীপ দাস। সেই ইস্যুতেই দিলীপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শৌভিক। মারধর করে দিলীপকে। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে সে। দ্রুত বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দিলীপকে মৃত বলে ঘোষণা করেন।এই খবর শুনেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। মহিলারা তীব্র ক্ষোভ জানান। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী এবং ডিসি নর্থ গণেশ বিশ্বাস ঘটনাস্থলে যান। মারধরের অভিযোগে শৌভিক রায়কে গ্রেফতার করা হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা। কন্ঠাধার রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীদের বোঝাচ্ছে পুলিশ।