• বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি, কালীপুজোও জলে?
    দৈনিক স্টেটসম্যান | ১৬ অক্টোবর ২০২৫
  • বর্ষা পাততাড়ি গুটিয়ে বিদায় নিলেও, বঙ্গের পিছু ছাড়ার নাম করছে না বৃষ্টি। দুর্গাপুজোর আনন্দ মাটি হয়েছে বৃষ্টির জেরে, এই মুহূর্তে বাঙালির তাই প্রশ্ন একটাই কালীপুজোও কি ভাসবে? গত কয়েকদিন ধরে আবহাওয়া মোটের উপর শুষ্কই ছিল। ভোর এবং রাতের দিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করলেও, হাওয়া অফিস সূত্রে খবর শীত আসতে এখনও কিছুটা দেরি রয়েছে বাংলায়। তবে কনকনে শীত পড়ার আগে আরও একবার বৃষ্টির দাপট সইতে হবে বঙ্গবাসীকে।

    সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পঙ , জলপাইগুড়ি সহ দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রপাতও। শুক্রবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও মেঘলা বা আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

    বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলেই মূলত বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও, আবহাওয়া অস্বস্তিকর হবে না। তবে চিন্তা একটাই, এবারের কালীপুজোর আনন্দও কি তবে মাটি হতে চলেছে বৃষ্টির জেরে? খানিক স্বস্তির কথা এই যে, সপ্তাহান্তে বৃষ্টি হলেও সোমবার থেকে আকাশ ফের পরিষ্কার হয়ে যাবে। কালী পুজোর দিন এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা নেই, বরং হালকা ঠান্ডা অনুভূত হতে পারে রাতের দিকে।

    রাজ্যের একাধিক জেলায় রাতের দিকে কুয়াশা এবং সকালের দিকে ধোঁয়াশার দেখা মিলছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার তাপমাত্রা থাকযে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)