• রাজ্যের মন্ত্রীদের এক লক্ষ টাকা করে অনুদান উত্তরবঙ্গের জন্য
    দৈনিক স্টেটসম্যান | ১৬ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর রাজ্য সরকারের আবেদনেই এবার অনুদান দিচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে এই অনুদান কর্মসূচি। অভিষেক নিজে রাজ্য দুর্যোগ তহবিলে এক লক্ষ টাকা দেওয়ার পর, বুধবার তৃণমূলের সব মন্ত্রীকেও একই পরিমাণ অর্থ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পাঁচ লক্ষ টাকা।

    দলের নেতাদের দাবি, অভিষেকের ধর্মাচরণ-এর দৃষ্টান্তই এখন সবার সামনে। সূত্রের খবর, বুধবার সকালে দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ ও উপমুখ্যসচেতক দেবাশিস কুমারের মাধ্যমে এই নির্দেশ পৌঁছায় সমস্ত মন্ত্রীর কাছে। হোয়াট্‌সঅ্যাপে পাঠানো হয়েছে দুর্যোগ তহবিলের সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও। মন্ত্রীদের জানানো হয়েছে, উত্তরবঙ্গের দুর্গত এলাকার পুনর্গঠন ও ত্রাণে ব্যবহারের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

    রাজ্যের মন্ত্রীরা প্রতি মাসে প্রায় দেড় লক্ষ টাকা করে সাম্মানিক পান। ফলে এক মাসের বেতনের পুরোটাই দিতে হচ্ছে না তাঁদের। অন্য দিকে, বিজেপিও উত্তরবঙ্গের দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছে। জানা গিয়েছে, বিজেপি বিধায়কেরা দলীয় তহবিলে এক মাসের বেতন দান করেছেন। পাশাপাশি, নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

    সম্প্রতি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে। নদীর জল বিপজ্জনকভাবে ফুলে ওঠায় বহু এলাকা ভেসে গিয়েছে। ধসে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। ইতিমধ্যেই রাজ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)