আহমেদাবাদে ‘ভিলেন’ পাইলট! ‘ওরা তো কথা বলতে পারবে না’, সুপ্রিম দরবারে বললেন বাবা
প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাস কেটে গিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার। যা প্রাণ কেড়েছিল ২৬০ জন মানুষের। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালক প্রয়াত ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের বাবা ৮৮ বছরের পুষ্করাজ সভরওয়াল। তবে তিনি একাই নন। শীর্ষ আদালতে মামলা করেছে ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ও। মামলাকারীদের আর্জি, প্রাথমিক তদন্ত যা হয়েছে তা ত্রুটিপূর্ণ। কেননা তদন্তকারী দল কেবলই চালকদেরই দায়ী করছে, যাঁরা আর আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে পারবেন না।
দুর্ঘটনা নিয়ে হওয়া তদন্তে যে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে, ওই বিমান দুর্ঘটনার পিছনে রয়েছে মানুষের ভুলই। এ সম্পর্কে মামলাকারীদের পেশ করা পিটিশনের বক্তব্য, ‘তদন্তের বর্তমান পদ্ধতিতে অন্যান্য সম্ভাব্য প্রযুক্তিগত এবং পদ্ধতিগত কারণগুলি পর্যাপ্তভাবে পরীক্ষা করা হয়নি। বা বাতিলও করা হয়নি।’ সেই সঙ্গেই দাবি করা হয়েছে, এমনভাবে নির্দিষ্ট অভিমুখের তদন্ত তথ্যগত ভুল দিক নির্দেশ করে। বিশেষ করে ক্রু সদস্যরা, যাঁরা আর আত্মপক্ষ অবলম্বন করতে পারবেন না, তাঁদের দায়ী করার ফলে মূল কারণে পৌঁছনোও বাধাপ্রাপ্ত হতে পারে। যা ভবিষ্যতের উড়ান নিরাপত্তাকেও বিপণ্ণতার মুখে ফেলবে। ফলে গোটা বিষয়টিকে যেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়। পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে পাঁচ সদস্যের তদন্তকারী দল নিয়েও। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যেভাবে দুর্ঘটনায় চালকদের ত্রুটির দিকে ইঙ্গিত করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক।
তবে ওই রিপোর্ট সম্পর্কে আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডুকে সতর্কতার সুরে বলতে শোনা যায়, “এটি কেবল প্রাথমিক রিপোর্ট। এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। আমাদের পাইলটরা বিশ্বমানের। তাঁদের কল্যাণও আমাদের দায়িত্ব। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত যেন আমরা মন্তব্য করা থেকে বিরত থাকি।”