• দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মমতা, পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে।

    উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে করছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। আগামিকাল শুক্রবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা। তার আগে আজ, বৃহস্পতিবার তিনি শৈলশহরের মহাকাল মন্দিরের পুজো দিলেন। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। এই প্রথম নয়। উত্তরবঙ্গ সফরে গেলে বরাবরই জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। কখনও স্নেহের পরশ দেন খুদেদের। কখনও আবার দোকানে ঢুকে মোমো বানাতেও দেখা গিয়েছে তাঁকে। 
  • Link to this news (প্রতিদিন)