• দাম্পত্যকলহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! ডায়মন্ড হারবার থানায় আত্মসমর্পণ স্বামীর
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দাম্পত্যকলহ! শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার নেতড়া দক্ষিণ শেওড়দা বাঁকীরমোড় গ্রামে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মৃত বধূর নাম তাজলিমা বিবি। বয়স ২০ বছর। কয়েকবছর আগে হটুগঞ্জের তাজলিমার সঙ্গে বিয়ে হয় নেতড়ার দক্ষিণ শেওড়দা গ্রামের সাবির মোল্লার। দম্পতির চার বছরের এক কন্যাসন্তানও রয়েছে। সাবির পেশায় দর্জি। বাড়িতেই কাজ করতেন। দীর্ঘদিন ধরেই সঙ্গে সাবিরের সঙ্গে অশান্তি চলছিল তাঁর স্ত্রী। তার জেরে তাজলিমা বাপের বাড়িতে চলে আসেন। পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান স্বামী। তারপরও অত্যাচার চলত বলে অভিযোগ।

    বুধবার মেয়েকে স্কুল থেকে নিয়ে শ্বশুরবাড়িতে রেখে আসেন সাবির। রাতে দম্পতির ফের ঝামেলা বাধে। অভিযোগ তখনই স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করে সাবির। পুলিশের দাবি, বুধবার রাতেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। জানান, স্ত্রীকে খুন করে ঘরে ফেলে রেখেছেন। বাড়ি তালাবন্ধ করে এসেছেন থানায়। পুলিশ জানিয়েছে, গেটের চাবিও অভিযুক্ত আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন।

    এরপরই পুলিশ সাবিরের বাড়িতে যায়। গেটের তালা খুলতেই উদ্ধার হয় তরুণীর দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে জেরা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)