সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ নিমতলা মহাশ্মশানে দুর্ঘটনা! গঙ্গায় ডুবে গেল একটি গাড়ি চারচাকা গাড়ি। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে খবর। কী করে গাড়িটি গঙ্গায় গেল তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় শোরগোল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক তাঁর পরিবার নিয়ে নিমতলা মহাশ্মশানের ভূতনাথ মন্দিরের পুজো দিতে আসেন। গঙ্গার ঘাটের সামনে গাড়ি রেখে পুজো দিতে যান তিনি। সেই সময় কোনও কারণে গাড়িটি গঙ্গায় ডুবে যায় তলিয়ে যায়। ঘাটের ধারে শুয়ে থাকা ৪ জন অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে এক মহিলা রয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে রাখা হয়েছে।
সকালে স্থানীয়রা দেখতে পান গাড়িটি গঙ্গায় ডুবে যাচ্ছে। চিৎকরা করেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। ছুটে আসেন পুলিশকর্মীরা। এখন গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গঙ্গায় জোয়ার চলছে, ভাটা শুরু হলে গাড়িটিকে তোলার কাজ শুরু হবে। কিন্তু কীভাবে তলিয়ে গেল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখানে গাড়িটি রাখা হয়েছিল সেখানে ঢালু রয়েছে। প্রাথমিক অনুমান, গাড়ির চালক হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন, তাতেই এই ঘটনা। তবে এই ঘটনা প্রথম নয়, আগেও অনেক গাড়ি এইভাবে গঙ্গায় ডুবেছে। চাঞ্চল্য এলাকায়।