ডিজি-দুনিয়ায় বাংলার বিরুদ্ধে কুৎসা রুখতে বড় পদক্ষেপ, তৈরি অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’
প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ‘যুদ্ধে’ জোর তৃণমূলের। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি। বিজেপির লাগাতার ‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে ডিজিটাল যুদ্ধে অবতীর্ণ হচ্ছে তৃণমূলের ডিজিটাল বাহিনী। তার নাম দেওয়া হয়েছে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। আর এই প্রতিরোধ গড়ে তুলতে অভিষেক এগিয়ে দিয়েছেন সংগঠনের একেবারে তরুণদের। এক্স হ্যান্ডলে এনিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাতে তাঁর স্পষ্ট বক্তব্য, এবার এই লড়াই শুরু হল ডিজিটাল মাধ্যমেও। চালু হল ‘আমি বাংলা ডিজিটাল যোদ্ধা’ নামে পোর্টাল।
বৃহস্পতিবার পোস্ট করা প্রায় ৩ মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য, ‘আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলার অহংকার, ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হল ডিজিটাল মাধ্যমে। আমাদের উদ্দেশ্য, বাংলার সম্মান, অধিকার ফিরিয়ে আনা। তার জন্য যত দূর লড়তে হয়, লড়ব। সেই কারণে আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে এই ডিজিটাল কর্মসূচি, যা পরিচালনা করবেন দলের তরুণরা। বাংলার আসল পরিচয়, ঐতিহ্য তুলে ধরা হবে যাতে ভারতের প্রত্যেক প্রান্তে সেই সত্য ছড়িয়ে পড়ে।’ অভিষেকের আরও আর্জি, ‘যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন।’
উল্লেখ্য, প্রতি বছর নির্বাচনের আগে বাংলার শাসকদল কোনও না কোনও নয়া কর্মসূচি ঘোষণা করে। তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অভিষেক নিজে রাজ্যের প্রায় সবকটি জেলা ঘুরে এই কর্মসূচিতে যোগ দেন। অভিষেকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত ভোটের বহু প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল। এবার তিনি ডিজিটাল মাধ্যমে প্রচার অর্থাৎ বিজেপি বিরোধিতায় বেশি জোর দিলেন। চালু হল ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি।