• ইস্তফা গুজরাট সরকারের সব মন্ত্রীর, কী হচ্ছে মোদীর রাজ্যে?
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • ইস্তফা দিয়ে দিল গুজরাট সরকারের গোটা মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সবাই ইস্তফা দিলেন। গুজরাটের ক্যাবিনেট নতুন করে তৈরির করার কথা রয়েছে। তার আগে এমন পদক্ষেপ মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী সবার ইস্তফা গ্রহণ করেছেন। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

    গুজরাটের মন্ত্রিসভা বড় হওয়ার কথা রয়েছে। আগামিকাল নতুন করে ক্যাবিনেট ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের। তার আগে ইস্তফা দিয়ে দিলেন সব মন্ত্রী। সংবাদ মাধ্যম সূত্রের খবর, নতুন করে আরও ১০ জন মন্ত্রীকে ক্যাবিনেটে অন্তর্গত করা হতে পারে। সূত্রের খবর, পুরোনো ক্যাবিনেটের অন্তত অর্ধেক মন্ত্রীকে আর ফেরানো নাও হতে পারে।

    শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন করে ক্যাবিনেট ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এতদিন মুখ্যমন্ত্রীকে নিয়ে মোট ১৭ জনের ক্যাবিনেট ছিল গুজরাটে। তার মধ্যে ৮ জন ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। রাজ্যের বিধানসভার সদস্য সংস্থা ১৮২ জন। সেই সংখ্যার নিরিখে ২৭ জন পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন মন্ত্রিসভায়।

    এই মন্ত্রিসভার প্রায় ৩ বছর হয়ে গিয়েছে। সামনেই গুজরাটে পঞ্চায়েত স্তরে এবং পুরসভা স্তরে নির্বাচন রয়েছে। তার আগে মন্ত্রিসভা নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হলো।

    চলতি মাসেরই প্রথম দিকে গুজরাট বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে সে রাজ্যের প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে। তাঁর আগে ছিলেন সিআর পাতিল, তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী।

  • Link to this news (এই সময়)