• ম্যাপিংয়ের তথ্য আপলোড শুরু
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • ভোটার তালিকার ম্যাপিংয়ে মিল পাওয়া প্রায় ৩.৪৮ কোটি ভোটারের নাম জাতীয় নির্বাচন কমিশনের পোর্টালে অন্তর্ভুক্ত হল এখনও পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রের খবর, এখনও অনেকগুলি জেলায় গত এসআইআর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন) এবং এখনকার ভোটার তালিকায় মিল খুঁজে বের করার ম্যাপিং শেষ হয়নি। সাতটি জেলায় তা শেষ হয়েছে। ম্যাপিং শেষ হওয়া এবং বাকি থাকা জেলাগুলিতে এখনও যতজনের নামের মিল পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই পোর্টালে নথিভুক্ত করার কাজ চলছে।

    এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় ৪৫ শতাংশের মতো মিল রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় তা ৫০-৫৫ শতাংশ। ঝাড়গ্রাম ৫১.৩৬%, পশ্চিম মেদিনীপুরে ৬২.৯৪%, আলিপুরদুয়ারে ৫৩.৭৩%, কালিম্পংয়ে ৬৪.২৭%, পুরুলিয়ায় ৬১.২৯%, মালদহে ৫৪.৪৯%, কলকাতা উত্তরে ৫৫.৩৫%-এর মতো মিল রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ারের তথ্য পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। বাকি থাকা জেলাগুলিকে ১৭ অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য তা ১৯ অক্টোবর। কমিশন সূত্রের খবর, ২০০২ সালে রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। তাতে ভোটারসংখ্যা ছিল প্রায় ৪.৫৮ কোটি। ১-১৮ বছরের মধ্যে সংখ্যা ছিল প্রায় ছিল ৩ কোটি ৫২ লক্ষ। তাদের মধ্যে যাদের বয়স ১৮ পেরিয়েছে, তাদের এখন তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এখনও প্রায় ১৩০০ বিএলও নিয়োগ বাকি এবং ইআরও নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানা যায়নি।
  • Link to this news (আনন্দবাজার)