• শুভেন্দুর ‘এনকাউন্টার’ চেয়ে বিতর্কে যুব তৃণমূল নেতা
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • রাজ্যে নারী নির্যাতন রুখতে উত্তরপ্রদেশের মতো ‘এনকাউন্টার’-এর নিদান দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। সেই সূত্রে তাঁকে পাল্টা ‘এনকাউন্টার’ করার কথা সমাজমাধ্যমে লিখে বিতর্কে পূর্ব মেদিনীপুরের যুব তৃণমূল নেতা পার্থসারথি মাইতি।

    যুব তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা তমলুকের পুরপ্রতিনিধি পার্থ মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে লিখেছেন, ‘ধর্ষকদের থেকেও সমাজের বড় অপরাধী শুভেন্দু অধিকারী। এঁকেই প্রথমে এনকাউন্টারে মারা উচিত এবং ওঁর ভাষায় বলা উচিত— সকালে আসামি হিসেবে ঢুকিয়ে নাও, বিকেলে পরিষ্কার করে দাও।’ পার্থের দাবি, রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনায় শুভেন্দু বলছেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের উত্তরপ্রদেশের মতো সকালে হিসেব হবে, বিকেলে খরচ হবে’। অর্থাৎ, তিনি ‘এনকাউন্টার’-এর কথা বলছেন। পার্থের কথায়, “শুভেন্দু অধিকারীর একের পরে এক বিদ্বেষমূলক কথাবার্তায় বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তা ধর্ষণের মতোই বড় অপরাধ। তাই শুভেন্দুকেও এনকাউন্টার করা উচিত।”

    শুভেন্দু বিষয়টি হেসে উড়িয়ে দিলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, “তৃণমূল হিংসার রাজনীতি করে। ওরা হিংসা ছাড়া কিছু বোঝে না।”

    আগে, তৃণমূলের তমলুক জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ করেছিলেন পার্থ। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছিলেন। পেশায় আইনজীবী পার্থের এ বারের মন্তব্যে শোরগোল পড়েছে তাঁর দলে। পাঁশকুড়া ১ পঞ্চায়েতের তৃণমূল সদস্য মমতা ভুঁইয়া সমাজমাধ্যমে পাল্টা পার্থকেই গুলি করে মারার নিদান দিয়েছেন।

    পার্থ অবশ্য বলেন, “বিরোধী দলনেতা যদি এনকাউন্টারের আইন ধর্ষকদের বিরুদ্ধে প্রয়োগের কথা বলতে পারেন, তা হলে ওই একই আইন কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলবৎ হবে না?”

    দলের নেতার বিরুদ্ধে পার্থের বিতর্কিত মন্তব্যের সময় জেলা তৃণমূল সভাপতি সুজিত দাবি করেছিলেন, শুভেন্দুর হাত শক্ত করতেই পার্থ মিথ্যা অভিযোগ করছেন। তবে কি শুভেন্দুর সঙ্গে দূরত্ব প্রমাণ করতেই এ বার এমন মন্তব্য? সুজিত বলেন, “যা বলার, রাজ্য নেতৃত্ব বলবেন। কে, কখন, কোন দিকে হাঁটবে, তা আমার জানার কথা নয়।” বিজেপির জেলা সহ-সভাপতি দেবব্রত পট্টনায়কের টিপ্পনী, “নিজের দলের নেতাদের কাছে অপদস্থ হয়ে উনি পদ বাঁচাতে শুভেন্দু অধিকারীকে নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করেছেন।”
  • Link to this news (আনন্দবাজার)