• আপত্তির জটে আটকে বঙ্গের উপাচার্য নিয়োগ
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়ে জট কাটল না। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সুপ্রিম কোর্ট যে ‘সার্চ ও সিলেকশন কমিটি’ গঠন করে দিয়েছিল, সেই কমিটি এই ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য পছন্দের ক্রমানুসারে তিন জনের নামের তালিকা সুপারিশ করেছিল। কিন্তু তার মধ্যে রাজ্যপাল তথা আচার্য ছ’টি ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। আর পাঁচটি ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্য সরকারের। তবে রাজভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি শীঘ্রই নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে সম্পন্ন হবে।

    সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির চেম্বারে আজ এ নিয়ে শুনানির কথা ছিল। কিন্তু তা হয়নি। গত পরশু দু’পক্ষের আইনজীবীরা রাজ্যপালের আইনজীবী তথা কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনির বাড়িতে বৈঠকে বসেছিলেন। সেখানেই দু’পক্ষের আপত্তির প্রসঙ্গ উঠে আসে। আজ রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত সুপ্রিম কোর্টকে এই বিষয়টি জানিয়ে বলেন, রাজ্যপালের ছ’টি ক্ষেত্রে আপত্তি জানালেও আপত্তির কারণ কোর্টের কাছে জমা পড়েছে। তা রাজ্য সরকারের জানা নেই। আদালতের নির্দেশে রাজ্যপালের আপত্তির বিষয়গুলি রাজ্যের হাতে তুলে দেওয়া হচ্ছে। একই ভাবে, রাজ্যের আপত্তির কারণও রাজ্যপালকে জানানো হবে। দু’পক্ষ নিজেদের বক্তব্য জানানোর পরে ১০ নভেম্বর ফের শুনানি হবে।

    ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে জটিলতা থাকলেও ছ’টির ক্ষেত্রে তেমন কোনও বাধা নেই। রাজভবন সূত্রের খবর, কলকাতা, যাদবপুর, গৌড়বঙ্গ, কাজী নজরুল, বিশ্ব বাংলা এবং ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ দ্রুত আইনি মেনে সম্পন্ন হবে। সুপ্রিম কোর্ট কয়েক দিন আগে জানিয়েছে, ওই ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে বাধা নেই। রাজ‍্য উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক আজ বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরে উপাচার্য বাছাই কমিটির নির্বাচিত নামগুলি আমরা আইনজীবী মারফত হাতে পেয়ে়ছি। এর ভিত্তিতে আচার্য তথা রাজ‍্যপালকে পদক্ষেপ করতে মঙ্গলবার চিঠিও পাঠানো হয়েছে।” রাজভবনের এক মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, ওই ছ’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখন আইনি প্রক্রিয়া মেনে পরের পদক্ষেপ করা হবে।”
  • Link to this news (আনন্দবাজার)