• জাল পাসপোর্ট-কাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • পাসপোর্ট জালিয়াতির মামলায় জেল হেফাজতে থাকা পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের ঘনিষ্ঠ শাগরেদ ইন্দুভূষণ হালদারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক।

    মঙ্গলবার নদিয়ার চাকদহের বাসিন্দা ওই অভিযুক্তকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে এক দিনের পুলিশি হেফাজত হয়েছিল। বুধবার ইন্দুভূষণকে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়। ইডি-র আইনজীবী চার দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বলেন, ‘‘ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুর থানা এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের কাজ করত ইন্দুভূষণ।’’ তদন্তকারীদের দাবি, ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড ও ভারতীয় নাগরিকত্বের নানা জাল নথি তৈরি করে দিত ইন্দুভূষণ। প্রায় সাড়ে ছ’বছরের বেশি সে ওই কাজ করেছে বলে সূত্রের দাবি। ইডি সূত্রের খবর, ধৃতের মোবাইল ফোনের তথ্য যাচাই করা হয়েছে। তার দু’টি মোবাইল ফোন থেকে আজাদের সঙ্গে ৫৫৭ বার কথা বলা হয়েছিল।

    অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, ‘‘আমার মক্কেল আঞ্চলিক অফিসে বিভিন্ন লোকের পাসপোর্ট নবীকরণের কাজ করতেন। তাঁর কাছ থেকে কোনও পাসপোর্ট উদ্ধার হয়নি। তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁর জামিন মঞ্জুর করা হোক।’’

    তদন্তকারীদের দাবি, দুই থেকে আড়াই লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করে দিত ইন্দুভূষণ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করে সমস্ত বিষয়টি জানার চেষ্টা করা হবে বলে খবর।
  • Link to this news (আনন্দবাজার)