• শনিবার শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি, ইউনাইটেডকে হারিয়ে ট্রফির লড়াইয়ে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • প্রত্যাশামতোই আইএফএ শিল্ডের ফাইনালে উঠে গেল মোহনবাগান। শনিবার ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে তারা ফাইনালে উঠে গেল। দিমিত্রি পেত্রাতোস একটি গোল করেছেন। অপর গোলটি আত্মঘাতী। শনিবার যুবভারতীতে ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান। ফলে আরও একটি কলকাতা ডার্বি দেখতে চলেছেন দুই প্রধানের সমর্থকেরা।

    এ দিনও মোহনবাগানের সমর্থকেরা প্রতিবাদ জানিয়েছেন। ম্যাচের শুরু থেকেই বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হয়ে চিৎকার করেছেন তাঁরা। সেখানে সঞ্জীব গোয়েন্‌কাকে সরে যেতে বলা থেকে সুপার জায়ান্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি ভেঙে বেরিয়ে আসা, বিভিন্ন দাবি তোলা হয়েছে। তবে মাঠে মোহনবাগানের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি।

    জেমি ম্যাকলারেনকে এ দিন প্রথম একাদশে রাখেননি মোহনবাগানের কোচ হোসে মোলিনা। জেসন কামিংসের পাশে রাখেন পেত্রাতোসকে, যাঁরা সঙ্গে কোচের মনোমালিন্য এখনও আলোচনার বিষয়। শুরু থেকেই চাপ বজায় রাখতে চাইছিল মোহনবাগান। তবে খেলার মধ্যে অগোছালো ভাব লক্ষ করা যায়। ব্রাজিলীয় রবসন মাঝমাঠ থেকে খেলাচ্ছিলেন গোটা দলকে। কিন্তু ম্যাচের বিপরীতে সুযোগ পায় ইউনাইটেড। তাদের নাইজেরীয় স্ট্রাইকার ক্রিস্টোফার চিজোবার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার। ১৭ মিনিটে আর একটি সুযোগ নষ্ট করে বাগান। রবসনের নিখুঁত পাস পেলেও অভিষেক সিংহ ঠিক করে বল ক্রস করতে পারেননি বক্সে।

    চার মিনিট পরে আত্মঘাতী গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় মোহনবাগান। মেহতাব সিংহ আর একটু হলেই নিজের বক্সে বল ঢুকিয়ে দিয়েছিলেন। মোহনবাগানের আশিস রাই এবং ইউনাইটেডের সুজল মুন্ডা গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কামিংসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেত্রাতোস। তবে গোল করে কোনও উচ্ছ্বাস করেননি তিনি। কিছু দিন আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এবং কোচের সঙ্গে মনোমালিন্যের কারণে এমনিতেই সমালোচিত হচ্ছেন। চুপ থেকেই জবাব দিতে চেয়েছেন অসি স্ট্রাইকার।

    দ্বিতীয়ার্ধে টম অলড্রেডের জায়গায় আলবের্তো রদ্রিগেসকে নামান মোলিনা। চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে মোহনবাগান। বক্সের ডান দিক থেকে রবসনের ফ্রিকিক উড়ে এসেছিল বক্সে। সেখান থেকে কামিংসের শট লাগে ইউনাইটেড গোলকিপারের গায়ে। সামনেই দাঁড়িয়েছিলেন ইউনাইটেডের অঙ্কন ভট্টাচার্য। তাঁর পায়ে লেগে বল গোলে ঢুকে যায়।

    ৬০ মিনিটের পর ম্যাকলারেনকে নামান মোলিনা। সঙ্গে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসকে মাঠে আনেন। গোলকিপারের দক্ষতায় গোল হজম করা থেকে বেঁচে যায় মোহনবাগান। ৮২ মিনিটে অফসাইডের জন্য ম্যাকলারেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়। সংযুক্তি সময়ে অভিষেকের শট গোললাইন সেভ করেন ইউনাইটেডের সেইলা তোরে। আর কোনও গোল হয়নি ম্যাচে।
  • Link to this news (আনন্দবাজার)