• ভারত-বাংলাদেশের মধ্যে টানাপড়েন কি প্রভাব ফেলছে ওপারের শিল্পীদের কাজে? কী বলছেন চঞ্চল চৌধুরী
    আনন্দবাজার | ১৬ অক্টোবর ২০২৫
  • প্রায় দু’বছর আগের কথা। কলকাতায় বড় করে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের ‘চরকি’ অ্যাপের কথা। বলা হয়েছিল, দুই বাংলার শিল্পীদের যৌথ ভাবে কাজ করতে দেখা যাবে এই প্ল্যাটফর্মে। সময়ের সঙ্গে দুই দেশের রাজনৈতিক সমীকরণ বদলেছে। ও পার বাংলার উত্তপ্ত পরিস্থিতির জেরে সেখান থেকে কলকাতায় আসতে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী?

    সোমবারই বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন অভিনেতা। বোলপুরের একটি গ্রামে ব্রাত্য বসুর আগামী ছবির শুটিং করছেন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েন কি কোনও ভাবে শিল্পীদের কাজে বাধার সৃষ্টি করছে? তাঁকে কি কোনও বাধার সম্মুখীন হতে হয়েছে?

    চঞ্চলের স্পষ্ট উত্তর, “আমি কাজের জন্য যত বার ভিসার আবেদন জানিয়েছি বা কোনও প্রোডাকশন হাউসের নিমন্ত্রণে আসতে হয়েছে তখন তো খুব সহজেই ভিসা পেয়ে গিয়েছি। কোনও সমস্যা হয়নি।” চঞ্চলের ক্ষেত্রে এই সমস্যা না হলেও সম্প্রতি শোনা যায়, একটি ছবিতে অভিনয়ের জন্য ভারতে আসার কথা ছিল তানজিন তিশার। কিন্তু তিনি আসতে পারেননি।

    এই টানাপড়েন শিল্পীর স্বাধীনতা এবং দর্শকের উপর প্রভাব ফেলছে বলে মনে করেন চঞ্চল? অভিনেতা মনে করেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। তিনি যোগ করেন, “পরিস্থিতির কারণে অনেক কিছু ঘটে। বিশেষত রাজনৈতিক কোনও পরিস্থিতি তৈরি হয়। অনেক স্বাভাবিক বিষয় তখন জটিল হয়ে যায়। সেটার আবার সমাধানও হয়। সমস্যা সবসময় কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো। যদিও চিরস্থায়ী কিছু নয়। দেশের মধ্যে কাজ করতে গেলেও তো অনেক সঙ্কট তৈরি হয়। তাই আমার কাছে আলাদা করে কিছু মনে হয় না।”

    অভিনেতা জানিয়েছেন, শুটিং শুরুর আগেও দু’বার কলকাতায় এসেছেন তিনি। মহড়া দিতে, মিটিং করতে। তাঁকে কোনও অসুবিধায় পড়তে হয়নি। আগামী দিনেও কোনও সমস্যা হবে না বলেই তাঁর আশা।
  • Link to this news (আনন্দবাজার)