দুর্ঘটনার পরে অবশেষে টনক নড়ল রেলের। ভিড় সামলাতে বর্ধমান স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করল রেল কর্তৃপক্ষ। তার সঙ্গেই একাধিক নিয়মও চালু করল রেল কর্তৃপক্ষ। যাত্রীরা যাতে সেই নিয়ম মেনে চলেন, সেটা দেখভাল করতে গিয়ে যাত্রীদের সঙ্গে আরপিএফ কর্মীদের বচসাও হচ্ছে।
বর্ধমান-হাওড়া মেন ও কর্ড লাইনের ট্রেনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম
সম্প্রতি বর্ধমান স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ট্রেন ধরার তাড়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তখন চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একটি সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটে।