• 'শুনছো, ও প্রেম করে', ছেলের প্রেমিকার কথা শুনে হাউহাউ করে কান্নাকাটি মায়ের! বাবা আবার যা করে বসলেন......
    আজকাল | ১৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমিক-প্রেমিকা অউর ওহ। বিষটা অনেকটা সেরকমই। অর্থাৎ যুগে যুগে যেমন প্রেম, প্রেমের সম্পর্কের সুখী পরিণতির উদাহরণ রয়েছে, তেমন রয়েছে বিপরীত উদাহরণও। তারই এক উদাহরণ যেন এই ঘটনা। যুবকের একজন প্রেমিকা রয়েছেন, তা জানতে পেরেই তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়া যা ছিল, তা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন ছেলে। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করতেই মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছেন।

    ঠিক কী হয়েছে?

    সোশ্যাল মিডিয়া সাইট রেডিট। নানা সময়েই নানা মানুষ সেখানে নিজেদের সমস্যা, মজার অভিজ্ঞতা, দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নেন, সোজা কথায় শেয়ার করেন। সেখানেই এক যুবক শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা। জানিয়েছেন, তাঁর বাবা-মা, ছেলের প্রেমিকা রয়েছে, ছেলে প্রেম করে জানার পর, কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেকথা। আর সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পরেই ভারতে এই সময়েও প্রেম-বিয়ে সংক্রান্ত বিষয়ে পিতামাতার নিয়ন্ত্রণ, গোপনীয়তা এবং রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠার চ্যালেঞ্জগুলি নিয়ে জোর 'অনলাইন-চর্চা'। 

    ওই যুবক নিজের পোস্টের শিরোণামই দিয়েছেন, 'আমার প্রেমিকার কথা জানতে পেরে আমার মা কেঁদে আকুল।' তিনি জানিয়েছেন সিএ এবং সিএফএ পরীক্ষার জন্য বাড়িতে  ছিলেন। তখনই তিনি নিজের শহরে, ডান্ডিয়া খেলার জন্য জমায়েতের কথা জানতে পারেন এবং নিজের চেনাজানাদের সেই ডান্ডিয়া-জমায়েত প্রসঙ্গে জানান। জানান তাঁর প্রেমিকাকেও। পরিকল্পনা করে ফেলেন, এবছর দু'জনে একসঙ্গে ডান্ডিয়া খেলবেন। যদিও বাড়িতে অবশ্যই সেকথা গোপন করে যান। প্রেমিকার সঙ্গে যাওয়ার কথা গোপন করে, বাড়িতে জানান, 'ছেলে বন্ধুদের' সঙ্গে ঘুরতে যাচ্ছেন। 

    ওই যুবক লিখেছেন, তাঁদের দেখা করা, একসঙ্গে ঘুরে বেড়ানো, ডান্ডিয়া খেলা সব ঠিকঠাকই চলেছে পরিকল্পনা মাফিক। তিনি বাড়িও ফিরে আসেন প্রেমিকাকে বাড়িতে ছেড়ে। কিন্তু বিপত্তি ঘটে অন্য একটি কারণে। যুবক জানান, তিনি তাঁর প্রেমিকাকে জড়িয়ে ধরার ফলে, তাঁর সুগন্ধী ওই যুবকের জামায় মিশে যায়। তিনি বাড়ি ফেরার পরেই, মা ছেলের জামা থেকে মেয়েদের সুগন্ধীর গন্ধ পেয়েই চেপে ধরেন। মা বারবার প্রশ্ন করায়, ছেলে উত্তর দেন, কিন্তু তাতেও বিশ্বাস না হওয়ায়, ছেলের সঙ্গীদের ডেকে পাঠান। ইতিমধ্যেই পরিস্থিতি জটিল হতে দেখে, যুবকের বোন জানায়, সে দাদাকে কোনও মেয়ের সঙ্গে কথা বলতে শুনেছে। সেও ভাবেনি তাতে আরও জটিল হয়ে যাবে সব।

    যখন মা জানতে পারেন ছেলের আবার প্রেমিকাও রয়েছে, লুকিয়ে তাঁর সঙ্গে দেখাও করছেন, তখন কান্নায় ভেঙে পড়েন তিনি। যুবকের বাবা, তাঁকে থাপ্পড় মারেন বলেও লিখেছেন পোস্টে। জানান, এখানেই শেষ নয়, যুবকের পরিবার ওই যুবতীর ফোন নম্বর চাইতে থাকে। যদিও যুবক তা দেননি বলে জানিয়েছেন পোস্টে। 

    যুবক, নিজের অভিজ্ঞতা শেয়ার করার পরেই, নেটিজেনরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, 'দেশি হাউসহোল্ড' যেমনটা হয় আর কী। কেউ আবার বলেছেন, নিজেকে সময় দিতে। 
  • Link to this news (আজকাল)