• ভোটের আগেই তৃণমূলে বড় রদবদল, পারফরম্যান্সের ভিত্তিতে দায়িত্ব
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যেই শুরু হয়েছে সাংগঠনিক রদবদল। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই রদবদল পারফরম্যান্সের ভিত্তিতে হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার নজরে রাখা হয়েছে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স। আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পুরসভার দায়িত্বে বদল ঘটতে পারে। পারফরম্যান্সের ভিত্তিতেই দায়িত্ব দেওয়া বা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা দলের সঙ্গে থাকা সত্ত্বেও নির্দিষ্ট কাজ সম্পন্ন করেননি, তাঁদের চিহ্নিত করে দলের পদ থেকে সরানোর বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে।

    এরইমধ্যে বিধানসভা ভোটের আগে দক্ষিণবঙ্গে ব্লক স্তরে একাধিক জেলায় বদল করা হয়েছে। হাওড়া শহর ও গ্রামীণ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বহরমপুর-মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা এই বদলের আওতায় এসেছে।

    দলীয় পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা ভোটের পারফরম্যান্স যেমন পদ দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনই সাংগঠনিক পদ থেকে বাদ পড়ার ক্ষেত্রে পারফরম্যান্সকে প্রধান মানদণ্ড হিসেবে নেওয়া হচ্ছে। এই রদবদল বিধানসভা ভোটের আগে দলের কর্মকাণ্ড এবং জনসংযোগকে আরও সক্রিয় ও কার্যকর করার উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রদবদল তৃণমূলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং দলের শীর্ষ নেতৃত্বকে নির্বাচনী মাঠে কার্যকর পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে। দলের কর্মী এবং স্থানীয় নেতৃত্বের মধ্যেও সতর্কতা ও দায়িত্ববোধ বাড়ানো এই প্রক্রিয়ার লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)