‘এক জনেরও নাম বাদ গেলে, নেতাদের আটকে রাখব’, হুঁশিয়ারি পার্থের
দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
সম্প্রতি এসআইআর-এর তালিকাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের আক্রমণাত্মক মন্তব্যের পর বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে পাড়ার বিজেপি নেতাদের আটকানো হবে।
পার্থ সাংবাদিকদের বলেন, ‘যাঁরা বহু বছর ধরে ওই এলাকায় রয়েছেন, তাঁদের নাম কেটে ফেলার আমরা সেটার কোনো সুযোগ দেবো না। মা দুর্গা যেমন অসুরকে বধ করেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা হয়ে ১২ কোটি মানুষের পক্ষে দাঁড়িয়ে বিজেপি নামক অসুরকে প্রতিহত করবেন।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুকান্ত মজুমদারের গুলি চালানোর মন্তব্যের কথা মনে রাখুন। কত গুলি আছে, বাংলার মানুষ তা দেখবে। আর ও যেন পালানোর পথটা খুঁজে রাখে। যদি বৈধ ভোটারের নাম কাটা হয়, সুকান্ত নিজেও বাড়ি থেকে বের হতে পারবে না।’
পার্থের এই বক্তব্য দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের সতর্ক থাকতে হবে, যাতে বাইরে থেকে অবৈধ ভোটারের নাম ঢোকানো না হয়।
প্রসঙ্গত, বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় রাজ্য বিজেপি প্রতিবাদ মিছিল বের হয়েছিল। সেই মিছিল থেকেই সুকান্ত এলাকাবাসী ও সংখ্যালঘুদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যদি দোকানঘর পোড়ানো বা বাড়িতে আক্রমণ করা হয়, তৃণমূল নেতার সন্তানদের কোনও ক্ষতি হবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে।’
সেই ঘটনার পর রাত পোহাতেই পার্থ ভৌমিক পাল্টা হুঁশিয়ারি দেন, যাতে শাসক-বিরোধী উত্তেজনা আরও তীব্র আকার ধারন করে। নির্বাচন কমিশনের প্রক্রিয়া ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দু’দিক থেকেই উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।