• ভাইফোঁটার আগে দার্জিলিং-এ শোভন-মমতা বৈঠক, সঙ্গী বৈশাখীও
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
  • ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির পর গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শৈলশহর দার্জিলিংয়ে এক অন্য ছবি ধরা পড়ল। পাহাড়কে সাক্ষী রেখেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে এবার তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ২ ঘণ্টা ভাতৃসম শোভনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।

    আর এই ঘটনার পরেই কার্যত পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। ভোটের ঠিক আগে আগে এই বৈঠক কীসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। ওয়াকিবহাল মহলের ধারণা, এবার শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কেবল সময়ের অপেক্ষা।

    প্রদীপের সলতে বোধহয় পাকিয়ে রাখা হয়েছিল গত ২৫ সেপ্টেম্বরেই। ওইদিন কালীঘাটে তৃণমূলের ‘সেনাপতি’র সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কলকাতার প্রাক্তন মেয়র। প্রায় ৩ ঘণ্টার সেই বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করতে চান। আলোচনা হয়েছে, দল সময় দিয়েছে বলেও জানান তিনি। এরপর বৃহস্পতিবার সরাসরি তৃণমূল সুপ্রিমোর সঙ্গেই দেখা করলেন শোভন-বৈশাখী। তবে কি দিদি-ভাইয়ের দূরত্ব খানিক ঘুচল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্দরে।

    প্রসঙ্গত, একসময় মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন। কিন্তু কিছুদিনের জন্য গিয়েছিলেন বিজেপিতেও। তবে বিজেপির সঙ্গেও দূরত্ব বাড়ে তাঁর। শোভন মমতার সম্পর্ক চিরকালই মধুর। মাঝে কিছু দিনের ছেদ হলেও, ভাইফোঁটার দিন দিদির কাছে ফোঁটা নিতে পৌঁছে যান শোভন। তবে কি এবছর ভাইফোঁটার আগে মান-অভিমানের পালা খানিক সাঙ্গ হল? বিধানসভায় কি টিকিট পেতে পারেন প্রাক্তন মেয়র, জল্পনা চলছে তৃণমূলের অন্দরে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)