• বিজেপির খগেন-শঙ্করের উপর হামলায় ধৃত আরও এক
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
  • বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। এর আগে বিজেপির সাংসদ-বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন পাঁচজন। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বলেন, ‘বুধবার রাতে নাগরাকাটা থেকে এই ঘটনায় জড়িত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মান্নান সরকার।’ তদন্তকারীদের সূত্রের বক্তব্য, তদন্তের স্বার্থে আরও বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

    সম্প্রতি টানা বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে উত্তরবঙ্গ। নাগরাকাটার বামনডাঙা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন খগেন, শঙ্করেরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোর সময়েই পাথর ছু়ঁড়ে হামলা চলে। রক্তাক্ত হন খগেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপরও হামলা চালানো হয়। তিনি আপাতত সুস্থ রয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)