দিঘার পর শিলিগুড়ি, সবচেয়ে বড় শিবের মন্দির তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরেজমিনে খতিয়ে দেখেন উত্তরের মানুষের অবস্থা। নানা কর্মসূচির পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। তার আগেই শিলিগুড়িবাসীকে একটি প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দার্জিলিং-এর ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতলেও একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি। মুখ্যমন্ত্রী জানান ওই মন্দিরে থাকবে সব থেকে বড় শিবমূর্তি। সেইমতো জায়গা দেখে রাখতেও বলেছেন তিনি। যদিও মহাকাল মন্দিরের এই ভাবনা এখনও পরিকল্পনার স্তরেই রয়েছে৷ বৃহস্পতিবার, দার্জিলিং এর মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই এই প্রস্তাব রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে আরও কিছু উপলব্ধি হয় তাঁর।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই মহাকাল মন্দিরে অনেক বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষম মানুষেরা আসেন, তাঁদের পক্ষে এত উপরে ওঠা সম্ভব নয়।’ এরপর জেলা প্রশাসনকে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি। এরপরেই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, ‘দিঘায় আমরা একটা জগন্নাথধাম করে দিয়েছি। রাজারহাটে একটা দুর্গাঙ্গন করছি। সেখানে ট্রাস্ট তৈরি করা আছে। ‘ এরপরেই শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘দার্জিলিঙের জেলাশাসককে বলেছি, শিলিগুড়ির আশপাশে একটা ভাল জমি দেখতে। সেখানে একটা কনভেনশন সেন্টার করা হবে। তার পাশেই একটা বড় মহাকাল মন্দির করব। সেখানে সবচেয়ে বড় শিবঠাকুর তৈরি করব।’ তবে তার আগে একটি তহবিল এবং ট্রাস্ট গঠন করতে হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। প্রায় সব রাজনৈতিক দলই কৌশল কর্মসূচি সাজিয়ে ফেলেছে। চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, উত্তরবঙ্গে গত কয়েকবছর ধরেই দাপট রয়েছে বিজেপির, তাই বিধানসভা ভোটের আগে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে বিস্তর।