সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েনি তো? এই প্রশ্ন উঁকি দিচ্ছিল স্বামীর মনে। যার পরিণতি হল ভয়ংকর। স্ত্রীকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘর থেকে উদ্ধার হয়েছে যুবকেরও ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দির বড়ঞায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত।
জানা গিয়েছে, মৃত বধূর নাম রমা লেট (১৮), তাঁর স্বামী সাহেব লেট (২৫)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সাহেব ছিলেন পেশায় দিনমজুর। বছর চারেক আগে প্রেম করে গ্রামেরই মেয়ে রমাকে বিয়ে করেন তিনি। দম্পতির একটি ২ বছরের কন্যাসন্তান রয়েছে। প্রতিবেশীদের দাবি, স্ত্রীর অন্যত্র সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন সাহেব। প্রায় প্রত্যেকদিন সন্ধ্যেবেলা মদ খেয়ে স্ত্রীকে মারধর করতেন তিনি। রেহাই পেতেন না মা-বাবা-মেয়েও। অত্যাচারে অতিষ্ট হয়ে ছয় মাস আগে সাহেবের মা-বাবা বাড়ি ছাড়েন। বর্তমানে কলকাতায় রয়েছেন তাঁরা। দম্পতির মেয়ে থাকে রমার বাপের বাড়িতে। জানা গিয়েছে, গত সোমবার সাহেব ফের মদ্যপ অবস্থায় রমাকে বেধড়ক মারধর করে। এর পরের দিন রমা বাবার বাড়ি চলে যান।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসেন সাহেব। অভিযোগ, নিজের বাড়িতে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করেন সাহেব। এরপর আত্মহত্যা করেন নিজে। পরিবার সূত্রে খবর, মনে খটকা লাগায় সাহেবের বাড়িতে যান রমার পরিবারের সদস্যরা। দেখেন কারও কোনও সাড়াশব্দ নেই। এরপর প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙতেই উদ্ধার হয় জোড়া দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলি।