চাকরি না পেলে ছেড়ে যাবে প্রেমিকা! মানসিক চাপে চরম সিদ্ধান্ত বাগদার যুবকের
প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চাকরি না পেলে বিচ্ছেদ অনিবার্য। ছেড়ে যাবেন প্রেমিকা। তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা সাফ একথা জানিয়েছিল যুবককে। তাতেই মানসিক অবসাদ গ্রাস করে বাগদার বাসিন্দা অজয় সিকদারকে। যার পরিণতি হল মর্মান্তিক। উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, মৃত অজয় সিকদারের বয়স ২২ বছর। বাবা-মায়ের সঙ্গে বাগদার উত্তর কুলুবেড়িয়ায় থাকতেন তিনি। বেশ কিছুদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরীক্ষায়ও বসছিলেন। পরিবার সূত্রে খবর, বাগদা থানার কাশিপুরের বাসিন্দা বয়স ১৮-র একছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অজয়ের। সম্প্রতি তরুণীর পরিবার জানায়, অজয় চাকরি না পেলে এই সম্পর্কের পরিণতি হবে না। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অজয়। পরবর্তীতে প্রেমিকাও জানায় যে, চাকরির না পেলে সম্পর্ক এগোবে না।
এতেই মানসিকভাবে ভেঙে পড়েন অজয়। মানসিক চাপে সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নেন যুবক। এদিন এলাকার একটি গাছ থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় ছিল অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক।