আচমকা স্তব্ধ হয়ে গেল দিল্লির রাস্তা, 'রেড মোড'-এ গুগল ম্যাপ, রাজধানীর রাস্তায় নড়ছে না একটি গাড়িও! কারণ জানলে চমকে যাবেন...
আজকাল | ১৭ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধে। কেউ ফিরছিলেন অফিস থেকে, কেউ যাচ্ছিলেন কাজে। আচমকা, থমকে গেল সব। রাস্তা জুড়ে সারসার দাঁড়িয়ে গাড়ি। এক মিনিটের পথ যেতেই ঘণ্টার পর ঘণ্টা লাগছে। গুগল ম্যাপ নাকি রেড মোড-এ। কিন্তু কেন? আচমকা কী এমন হয়ে গেল রাজধানীর রাস্তায়?
যদিও, এই প্রথম নয়। এই পুজোর মরসুম, দীপাবলির সময় বিশেষ করে, ব্যাপক যানজট হয় দিল্লির রাস্তায়। কেবল দিল্লি নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদ-সহ আশেপাশের শহরগুলির প্রায় পুরো দিনই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকে। দীপাবলী সামনেই। আর তার প্রভাব পড়তে শুরু করেছে দিল্লির রাস্তার উপর।
বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির আউটার রিং রোড এবং রিং রোড, প্রগতি ময়দান এবং বদরপুর সীমান্তের মধ্যবর্তী মথুরা রোড, অরবিন্দ মার্গ, বড়পুল্লা এলিভেটেড রোড, দিল্লি নয়ডা ডাইরেক্ট (ডিএনডি) ফ্লাইওয়ে, দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, যা গাজিয়াবাদগামী একাধিক রাস্তায়য় ব্যাপক যানজট লক্ষণীয়। বুধবারেও এই এলাকাগুলিতে একই দৃশ্য দেখা গিয়েছিল।
ইতিমধ্যে, বৃহস্পতিবারের ভয়াবহ ট্রাফিকের ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মাঝরাস্তায় আটকে পড়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়। কেউ কেউ লিখেছেন, এত যানজট দিল্লিতে এত বছরে দেখেননি। একজন লিখেছেন, 'দু'ঘন্টারও বেশি সময় ধরে একই জায়গায় আটকে আছি, কিছুই নড়ছে না। তিন-চারবার ১১২ নম্বরে ফোন করা হয়েছিল, কিন্তু কেউ ফোন ধরেনি। কী বিশৃঙ্খলা!' উৎসবের মরসুম হলেই যদি এই ধরনের সমস্যায় পড়তে হয়, তাহলে কীভাবে চলবে? অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিষয়টি নিয়েও।
একজন আবার, জ্যাম নিয়ে মিম শেয়ার করেছেন। একজন আবার লিখেছেন, 'দীপাবলির সময় দিল্লির সব জায়গায় কীভাবে যানজট হতে পারে? মনে হচ্ছে এটি দিল্লি/এনসিআর-এর বাসিন্দাদের ঝামেলায় ফেলার ষড়যন্ত্র। পুলিশ এবং ট্রাফিক পুলিশ এ ব্যাপারে কী করছে? একেবারেই বাজে পরিস্থিতি।'
তবে দিল্লি পুলিশ জানিয়েছে যে, উৎসবের মরসুমে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে সর্বাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ পুলিশ কমিশনার (ট্রাফিক) অজয় চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 'মোটরসাইকেল আরোহী কর্মী মোতায়েন করা হয়েছে এবং ছুটি বাতিল করা হয়েছে। আগামী দিনে ভিড় সামলাতে এবং মসৃণ চলাচল নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।'