• ফের মেট্রো বিভ্রাট, দু’‌ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রীদের ক্ষোভ কমছে না...
    আজকাল | ১৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কালীপুজোর আগে ফের মেট্রো পরিষেবা বিঘ্ন হল। এবার ব্লু লাইনে। জানা গেছে, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে মেট্রোর লাইনে সমস্যার কারণে সাময়িক বন্ধ হয়ে যায় পরিষেবা। বেলা সাড়ে ১২টা থেকে দমদম–শহিদ ক্ষুদিরামের মধ্যে পরিষেবা বন্ধ ছিল। প্রায় দু’ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষে। এদিকে, মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যানজটের কারণে যাত্রীভোগান্তি আরও বাড়ে।মেট্রো রেল সূত্রে খবর, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে লাইনে সমস্যা ধরা পড়ে। তৎক্ষণাৎ আপ এবং ডাউন লাইনে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ।

    এই সমস্যার জেরে বুধবার দুপুর থেকে পরিষেবা ব্যাহত হয়। সমস্যার সমাধান না হওয়া অবধি ভাঙা পথে পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছিল। তবে নিত্যযাত্রীদের দাবি, দুপুর দেড়টা নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয়, পরিষেবা পাওয়া যাবে শুধু দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে। যাত্রীদের দাবি, দমদম থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।

    এটা ঘটনা, আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বিপত্তি কমেনি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যানজটে সমস্যায় পড়েন অনেকেই। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত রাজনৈতিক দলের মিছিলের জন্য যানজটের সৃষ্টি হয়। 

    এর আগে গত শনি এবং রবিবার পর পর দু’দিন ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। দমদমে সিগন্যাল সমস্যা হওয়ায় প্রায় তিন ঘণ্টা দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল। তার পরে রবিবার সন্ধেয় আবার একই সমস্যা দেখা দেয়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে ঢোকার মুখে একটি মেট্রো খারাপ হয়ে যাওয়ার কারণে ঘটে বিপত্তি। এরপর বুধবার ফের হল মেট্রো বিভ্রাট।

     
  • Link to this news (আজকাল)