• অরুণাচলে অসম রাইফেলস ক্যাম্পে জঙ্গি হানা, জখম চার জওয়ান
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, ইটানগর : এবার অসম রাইফেলসের ক্যাম্পে জঙ্গি হানা। অরুণাচল প্রদেশের চাংলাং জেলার এই ঘটনায় জখম চার জওয়ান।  জানা গিয়েছে, বুধবার রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন এনএসসিএন (কে-ওয়াইএ) জঙ্গি গোষ্ঠী এই হামলা চালায়।  

     সশস্ত্র জঙ্গিরা অসম রাইফেলস ক্যাম্পে থাকা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কমপক্ষে চার জওয়ানের গায়ে গুলি লাগে। অসম রাইফেলসের আহত দুই রাইফেলম্যান হরিশরণ এবং রাহুল বোরাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ উন্নত চিকিৎসার জন্য জোরহাটের বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকাটি ঘিরে রেখেছে।  জঙ্গিদের খোঁজে  তল্লাশি অভিযান চলছে। 
  • Link to this news (বর্তমান)