• রদবদলের আগে গুজরাতে মন্ত্রীদের ইস্তফা
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • গান্ধীনগর: গুজরাতে মন্ত্রিসভায় বড়সড় রদবদল হচ্ছে। তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করলেন। এদিন মোট ১৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁদের ৮ জন পূর্ণমন্ত্রী এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। 

    আজ শুক্রবার গুজরাত মন্ত্রিসভার রদবদল হবে। জানা যাচ্ছে, পুরনো মুখ বদলে একাধিক নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। তার আগে দলের নির্দেশ মেনে মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। সামনেই পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় নতুন মুখ এনে চমক দিতে চাইছে গুজরাতের বিজেপি সরকার। 
  • Link to this news (বর্তমান)