• সুপারিশে বদল
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে কুমন্তব্যের জের। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহের নামে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অতুল শ্রীধরন। কেন্দ্রের অনুরোধে সেই বিচারপতিরই বদলি সংক্রান্ত সুপারিশ পরিবর্তন করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত আগস্ট মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তাঁকে ছত্তিশগড় হাইকোর্টে পাঠানোর সুপারিশ করেছিল কলেজিয়াম। কিন্তু কেন্দ্রের তরফে সেই সুপারিশ পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়। তার ভিত্তিতেই করা হয়েছে নয়া সুপারিশ। বিচারপতি শ্রীধরনকে এবার এলাহাবাদ হাইকোর্টে বদলির কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে ১৪ অক্টোবর কলেজিয়ামের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

    শীর্ষ আদালতের ওয়েবসাইটে বলা হয়েছে, সরকারের পুনর্বিবেচনার প্রস্তাব মেনে ১৪ অক্টোবরের বৈঠকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরনকে ছত্তিশগড় হাইকোর্টের পরিবর্তে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। 
  • Link to this news (বর্তমান)