• অপরাধীদের রেয়াত নয়, এজেন্সিগুলির সমন্বয়ের পক্ষে সওয়াল শাহের
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: সাইবার অপরাধ, প্রতারণা থেকে জঙ্গি— কোনও পরিস্থিতিতেই রেয়াত নয় দুষ্কৃতীদের। তাঁদের আইনের মুখোমুখি হতেই হবে। সেজন্য কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে সমন্বয়ের বজায় রাখতে হবে। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে সমন্বয় এক্ষেত্রে একটা বড় সমস্যা। একযোগে কাজ করতে হবে, যাতে অপরাধীরা কিছুতেই পালিয়ে যেতে না পারে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যগুলির সংশোধনাগারের মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পক্ষেও সওয়াল করলেন। নিম্নমানের সংশোধনাগারের দোহাই দিয়ে যাতে অপরাধীরা বিদেশের আদালতে কোনও সুযোগ নিতে না পারে।

    অনুষ্ঠানটির আয়োজক ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ‘এক্সট্রাডিশন অব ফিউজিটিভস – চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজি’ শীর্ষক আলোচনা সভায় শাহ বলেন, ‘আমাদের উচিত দুর্নীতি, অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জারি রাখা। দেশের বাইরে থেকে অপরাধ চালানো দুষ্কৃতীদেরও আইনের আওতায় আনতে হবে। অর্থনৈতিক প্রতারণা, সাইবার অপরাধ, সন্ত্রাসী কার্যকলাপ বা যে কোনও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেক দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’ তিনি আরও জানান, কোনওভাবেই আইনের হাত গলে অপরাধীরা পালাতে না পারে তার জন্য ‘ফুলপ্রুফ’ কৌশল নিয়েছে মোদি সরকার।
  • Link to this news (বর্তমান)