• আন্তর্জাতিক সূচকে নামল আরও পাঁচ ধাপ, ‘শক্তিক্ষয়’ ভারতীয় পাসপোর্টের
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ‘শক্তিক্ষয়’ পাসপোর্টের। গত বছরের তুলনায় পাঁচ ধাপ নামল ভারতীয় পাসপোর্ট। ২০২৫ সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে দেখা গিয়েছে, বিশ্বে ৮৫তম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট। ২০২৪ সালে ছিল ৮০তম স্থানে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিসা ছাড়া এখন ৫৭টি দেশে যেতে পারবেন ভারতীয় নাগরিকরা। গত বছর ৬২টি দেশ ভিসা ছাড়া ভারতীয়দের প্রবেশের অনুমতি দিত। চলতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থানে উঠে এসেছে এশিয়া মহাদেশের দেশ সিঙ্গাপুর। সেদেশের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে ১৯৩টি দেশ। তারপরেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে জাপান। এই দুই দেশের নাগরিকরা যথাক্রমে ১৯০ ও ১৮৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। ওই সূচকে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ডের পাসপোর্ট রয়েছে চতুর্থ স্থানে।

    তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জমানায় শক্তি খুইয়েছে মার্কিন পাসপোর্ট। চলতি বছরের প্রথম ১০ থেকে ১২তম স্থানে নেমে গিয়েছে আমেরিকার পাসপোর্ট। হেনলি পাসপোর্ট সূচকে দেখা গিয়েছে, পাকিস্তানের ১০৩, বাংলাদেশ ১০০, নেপাল ১০১ এবং ভূটানের পাসপোর্ট ৯২তম স্থানে রয়েছে। বিশ্বের সবথেকে দুর্বল পাসপোর্টের তালিকায় জায়গা করে নিয়েছে আফগানিস্তান। সিরিয়া ও ইরাকের পাসপোর্টও তালিকায় নীচের সারিয়ে রয়েছে। 
  • Link to this news (বর্তমান)