• ধর্ষণে অভিযুক্তের গ্রেফতারির দাবি, আত্মহত্যার চেষ্টা ২৪ রূপান্তরকামীর ইন্দোর
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • ভোপাল: ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রায় ২৪ জন রূপান্তরকামী। বুধবার রাতের এই ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের নন্দলালপুরার। ডিসিপি আনন্দ কালাড়গি জানান, খবর পাওয়ামাত্র প্রত্যেককে মহারাজা যশবন্তরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অসুস্থদের মধ্যে অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ডিসিপির কথায়,‘নন্দলালপুরার একটি বাড়িতে রূপান্তরকামীরা থাকেন। সেখানেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান আমাদের অফিসাররা। ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলেই প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। তখনই আসল কারণ জানা সম্ভব হবে। আমরা তদন্ত চালিয়ে যাব।’ এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি করেছেন নন্দলালপুরা ‘কিন্নর’ ডেরার সদস্য নেহা কুনওয়ার। তিনি জানান, তিন মাস আগে ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে এক রূপান্তরকামীকে ধর্ষণ করে দুই ব্যক্তি। ব্ল্যাকমেলও করা হয়। এমনকী কুকীর্তির পর দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় দুই ব্যক্তি। অভিযুক্তদের নাম অক্ষয় কুমাও ও পঙ্কজ জৈন। অবশেষে মঙ্গলবার পান্ধ্রিনাথ থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কুনওয়ারের কথায়,‘আজ একজন কিন্নর পর্যন্ত সুরক্ষিত নন। আমরা মানুষ নই? ’ আত্মহত্যার চেষ্টার খবর পাওয়ামাত্র অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কুনওয়ার সহ অন্যান্যরা। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এবিষয়ে ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোটিয়া বলেন, ‘গত জুন মাসে নন্দলালপুরায় কিন্নরদের ডেরায় যায় অভিযুক্তরা। সেখানেই একজনকে এফআইআরের ভয় দেখাতে থাকে দু’জনে। তারপর ১২ জুন ডেরায় গিয়ে এই কাণ্ড করে পঙ্কজ।’
  • Link to this news (বর্তমান)