আমেদাবাদ বিমান দুর্ঘটনা: তদন্তের আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রয়াত পাইলটের বাবা
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: আদালতের নজরদারিতে তদন্ত করতে হবে আমেদাবাদ বিমান দুর্ঘটনার—এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রয়াত ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের বাবা। শুধু ৮৮ বছর বয়সি পুষ্পরাজ সাভারওয়াল নন, ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটও এই আবেদন জানিয়েছে। শীর্ষ আদালতে মামলাকারীদের আর্জি, বিমান দুর্ঘটনায় প্রয়াত পাইলটদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তদন্তকারী টিম। অথচ সেই টিমের সদস্যরা নিরপেক্ষ নন। স্বচ্ছ তদন্ত হচ্ছে না। তাই বিচারবিভাগীয় নজরদারিতে বিশেষজ্ঞদের দিয়ে এই দুর্ঘটনার তদন্ত হোক!
কয়েকদিন আদেই এয়ারক্রাফ্ট ইনভেস্টিগেশন বোর্ডের একটি প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, ‘হিউম্যান এরর’-এর কারণেই আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। সোজা কথায়, দায় চাপানো হয়েছিল ক্যাপ্টেন এবং সহ পাইলটের উপরে। এরপরেই পাঁচ সদস্যের তদন্তকারী দলকে নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। তাঁদের দাবি, ‘তদন্তকারী দলের সদস্যদের বেশিরভাগই ডিজিসিএ আধিকারিক। ফলে তাঁরা আদতে নিজেদের ত্রুটির তদন্ত করছেন। এক্ষেত্রে তদন্তের নিরপেক্ষতা বজায় থাকছে না। পাশাপাশি আবেদনে বর্ষীয়ান পুষ্পরাজ একথাও উল্লেখ করেছেন, ৩০ বছরের কেরিয়ারে ১৫ হাজার ঘণ্টার বেশি বিমান চালিয়েছেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। সাড়ে আট হাজার ঘণ্টার বেশি বোয়িং ৭৮৭-৮ চালিয়েছেন। কখনও কোনও সমস্যা হয়নি। তাই তাঁর দোষেই এত বড় দুর্ঘটনা ঘটেছে, এটা মেনে নেওয়া যায় না।