• অনুমতি দিলেন না অ্যাটর্নি জেনারেল, মমতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রায় নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননা হয়েছে। এমন অভিযোগ উঠলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফৌজদারি মামলার অনুমতিই দিলেন না দেশের শীর্ষ আইন অফিসার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। চাপে পড়ে বৃহস্পতিবার মামলা প্রত্যাহার করে নিল আবেদনকারী সংস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছেন।

    স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায় শুনে কিছু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে এক সংস্থা। দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে ছিল শুনানি। গত জুলাই মাসেই শুনানিতে মামলাকারীকে সমালোচনা করেছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, রাজনীতির লড়াই আদালতের মধ্যে আনছেন কেন? অ্যাটর্নি জেনারেল অনুমতি দেবেন? জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল অনুমতি দেননি। তাই মামলা প্রত্যাহার। অন্যদিকে, আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চেই রয়েছে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে মামলার শুনানি। সারদা মামলার তদন্তে রাজীব কুমার সহযোগিতা করছেন না, এই অভিযোগে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। যদিও সেই মামলায় জামিন পেয়েছেন রাজীব কুমার। কিন্তু ছ’ বছর পর সেই জামিনের বিরোধিতা মামলায় সুপ্রিম কোর্টে শুনানির তদ্বির করছে সিবিআই। একইসঙ্গে আদালতের নির্দেশে সারদা কাণ্ডে সিবিআই তদন্ত হলেও তা হতে বাধা দেওয়ায় আদালত অবমাননা হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ দুই মামলাই শুনবে সুপ্রিম কোর্ট।
  • Link to this news (বর্তমান)