• ছাত্রীদের পোশাক বদলের ভিডিও রেকর্ডিং, গ্রেপ্তার এভিবিপির ৩ পড়ুয়া
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • ভোপাল: কলেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে যোগদানের আগে পোশাক বদল করছিলেন ছাত্রীরা। তবে সেই মুহূর্তের ভিডিও লুকিয়ে লুকিয়ে তুলে নেন বেশ কয়েকজন ছাত্র। আর তাঁরা সকলেই আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য। মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার মহারাজা যশবন্ত রাও হোলকার সরকারি কলেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চেঞ্জিং রুমের ভেন্টিলেটর দিয়ে অভিযুক্তরা ভিডিও রেকর্ডিং করেন। আর কলেজের সিসি ক্যামেরায় ছাত্রদের সেই ভিডিও রেকর্ডিংয়ের ছবি ধরা পড়ে যায়। তার সূত্র ধরেই কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আর এক জনের খোঁজ চলছে। বুধবার কলেজের অধ্যক্ষ ড. প্রীতি শর্মা পুলিশের কাছে এব্যাপারে অভিযোগ জানায়। ধৃতদের মধ্যে রয়েছেন এবিভিপির স্থানীয় সম্পাদক উমেশ যোশী, কলেজ সংগঠনের সহ সভাপতি অজয় গৌর এবং সংগঠনের কর্মী হিমাংশু বৈরাগী। ধৃত তিনজনই বি এ তৃতীয় বর্ষের পড়ুয়া।
  • Link to this news (বর্তমান)